ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় মুকুল হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেফতার

স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লায় রকিকুল ইসলাম মুকুল হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী আরিফ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি শুটারগান, দুইটি এলজি বন্দুক, ১৩ রাউন্ড গুলি, ব্যাগ ও মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের আবদুল হাকিম ও গফুর মেম্বারের মধ্যে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ১৩ মে ভোরে ওই গ্রামের ইউনুস আলীর ছেলে আদর্শ সদর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী রকিকুল ইসলাম মুকুলকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার দিনই কোতয়ালী মডেল থানায় এ ঘটনায় মামলা হয়।
২১ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা ডিবিতে মামলাটি হস্তান্তর করা হয়। দিবাগত রাতেই ডিবি পুলিশের একটি দল মামলার প্রধান আসামি নোয়াপাড়া গ্রামের আরিফকে (৩৫) ময়নামতি এলাকা থেকে অস্ত্রভর্তি একটি ব্যাগসহ গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ফেনীর ফুলগাজী থানার মনতলা গ্রামের আবদুল গফুর ওরফে ফরহাদকে (৩৫) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঙ্গিনী গ্রামের ভাড়া বাসা থেকে এবং আদর্শ সদর উপজেলার বলরামপুর গ্রামের মোহন মিয়াকে (৩৪) তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মুকুল হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলসহ দুইটি বিদেশি পিস্তল, দুইটি শুটারগান, দুইটি এলজি বন্দুক, ১৩ রাউন্ড গুলি, ব্যাগ ও মোটর সাইকেল জব্দ করা হয়।
বুধবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁইয়া তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে জানিয়ে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে আরিফ চাঞ্চল্যকর মুকুল হত্যা মামলার প্রধান আসামি এবং তার বিরুদ্ধে তিনটি হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে। চলতি বছরে কুমিল্লায় এটি বড় ধরনের অস্ত্র উদ্ধার অভিযান।
ট্যাগস

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

কুমিল্লায় মুকুল হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেফতার

আপডেট সময় ০৩:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬
স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লায় রকিকুল ইসলাম মুকুল হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী আরিফ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি শুটারগান, দুইটি এলজি বন্দুক, ১৩ রাউন্ড গুলি, ব্যাগ ও মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের আবদুল হাকিম ও গফুর মেম্বারের মধ্যে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ১৩ মে ভোরে ওই গ্রামের ইউনুস আলীর ছেলে আদর্শ সদর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী রকিকুল ইসলাম মুকুলকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার দিনই কোতয়ালী মডেল থানায় এ ঘটনায় মামলা হয়।
২১ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা ডিবিতে মামলাটি হস্তান্তর করা হয়। দিবাগত রাতেই ডিবি পুলিশের একটি দল মামলার প্রধান আসামি নোয়াপাড়া গ্রামের আরিফকে (৩৫) ময়নামতি এলাকা থেকে অস্ত্রভর্তি একটি ব্যাগসহ গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ফেনীর ফুলগাজী থানার মনতলা গ্রামের আবদুল গফুর ওরফে ফরহাদকে (৩৫) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঙ্গিনী গ্রামের ভাড়া বাসা থেকে এবং আদর্শ সদর উপজেলার বলরামপুর গ্রামের মোহন মিয়াকে (৩৪) তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মুকুল হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলসহ দুইটি বিদেশি পিস্তল, দুইটি শুটারগান, দুইটি এলজি বন্দুক, ১৩ রাউন্ড গুলি, ব্যাগ ও মোটর সাইকেল জব্দ করা হয়।
বুধবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁইয়া তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে জানিয়ে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে আরিফ চাঞ্চল্যকর মুকুল হত্যা মামলার প্রধান আসামি এবং তার বিরুদ্ধে তিনটি হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে। চলতি বছরে কুমিল্লায় এটি বড় ধরনের অস্ত্র উদ্ধার অভিযান।