মো: নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি, ২৬ ডিসেম্বর (মুরাদনগর বাতা ডটকম):
কুমিল্লার মুরাদনগরের গোমতী নদীর তীরে দেড়শত বছর ধরে শিক্ষার আালো প্রজ্জলিত করে আপন মহিমায় উদ্ভাসিত হয়ে থাকা ঐতিহ্য বাহি মুরাদনগর দূর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয়। উক্ত প্রতিষ্ঠানের প্রক্তন স্বনামধন্য অনেক ছাত্র এখন দেশ-বিদেশে সরকারি-বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। গতকাল শুক্রবার দিনব্যাপী মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে প্রাক্তন ছাত্র কল্যান সমিতির আয়োজনে বিদ্যালয়ের ১৫০শত বছর পূর্তি ও প্রক্তন ছাত্রদের পূর্নমিলনী অনুষ্ঠিত হয়।
তবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির গঠনতন্ত্র ভঙ্গকরে স্থানীয় সংসদ সদস্যকে প্রধান অতিথি করায় প্রাক্তন ছাত্রদের একটি বড় অংশ অনুষ্ঠানটি বর্জন করেছে।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শাহ্ আলমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউছুফ আব্দুল্লাহ হারুন এফ,সি,এ। সমিতির নির্বাহী সদস্য মুহ: রুহুল আমিন ও যুগ্ম সাধারন সম্পাদক পার্থ সারথী দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রক্তন ছাত্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মিজান-উল-আলম, মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাতুন নেছা, সাধারন সম্পাদক প্রকৌশলী রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যক্ষ হারুন অর রশিদ, কানাডার শাখা কমিটির আহ্বায়ক প্রকৌশলী কায়ছার আলম দুলাল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে প্রাক্তন ছাত্র হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রনালয় যুগ্ম সচিব তসলীমুল ইসলাম, যুব ও ক্রীয়া মন্ত্রনালয় যুগ্ম সচিব আব্দুর রহিম ভূইয়া, কাজী নূরুল কবির, শাহ জাহান মুন্সি, ফখরুল ইসলাম, বিজয় সিংহ রায় (বাপ্পি)সহ বিভিন্ন বর্ষের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ও মেধাবি ছাত্রদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।