বিনোদন ডেস্কঃ
বলিউডের পর্দায় আবির্ভাবের পর থেকে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন সানি লিওন। তবে এবার তিনি ভিন্ন পথে হাঁটতে যাচ্ছেন। এবার থেকে নাকি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন না সানি। শুধু তাই নয়, চুম্বন দৃশ্যকেও অাপত্তি রয়েছেন তার।
সানি লিওনের সাম্প্রতিক ইরোটিক থ্রিলার ছবি ‘বেইমান লাভ’ ছবিতে তার সহ-অভিনেতা রাজনিয়েশ দুগ্গলের সঙ্গে চুম্বন দৃশ্য করার ক্ষেত্রে ‘আপত্তি’ জানিয়েছিলেন। চিত্রনাট্য অনুযায়ী বেশ কয়েকটি চুম্বন দৃশ্য ছিল ছবিটিতে।
একটি সূত্র জানিয়েছে, ইরোটিক ধাঁচের ছবি থেকে সানি লিওন ধীরে ধীরে বের হয়ে আসছেন। এটি এক বছর আগে থেকেই শুরু হয়েছে। ‘লীলা’ ছবিতে সহ-অভিনেতা মোহিত আহলাওয়াতের সঙ্গে একটি ‘লাভ মেকিং’ দৃশ্য ছিল। কিন্তু সেখানে তিনি স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দৃশ্যায়ন করেছিলেন। এর আগে রাজনিয়েশ দুগ্গলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করলেও এখন চুম্বনের ক্ষেত্রেও নারাজি জানিয়েছেন সানি। খবর: ডিএনএ।