খেলাধূলা ডেস্কঃ
আইপিএলকে নিয়ন্ত্রণ নয়, বরং বিভিন্ন টি-টোয়েন্টি লিগকে একটা নিয়মের আওতায় আনতে চায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। জানিয়ে দিলেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন।
এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘আমরা সৌভাগ্যবান কয়েকটা দুর্দান্ত টি-টোয়েন্টি লিগ পেয়েছি। যার মধ্যে আইপিএলও রয়েছে। বিশ্বজুড়ে আইপিএলের পরিচালনার দিক থেকে বিরাট সুনাম রয়েছে। ওয়ার্কিং গ্রুপ বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগের জন্য নিয়মের খসড়া তৈরি করতে গিয়ে সেটা মাথায় রাখবে। আমাদের প্রাথমিক উদ্দেশ্য বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগের জন্য একটা ন্যূনতম নিয়ম তৈরি করা এবং সেটা যাতে মেনে চলা হয়, তা নিশ্চিত করা।’
তিনি আরও বলেছেন, ‘সংবাদমাধ্যমে যে রকম বলা হচ্ছে, আইপিএলকে নিয়ন্ত্রণ করতে চায় আইসিসি, সেটা ঠিক নয়। আমরা আইপিএলে কোনো হস্তক্ষেপ করব না। চিফ এক্সিকিউটিভদের কমিটি এবং আইসিসি বোর্ড গত কয়েকদিন ধরে এই পরামর্শই দিয়েছে। নিয়মের খসড়া তৈরি করার ব্যাপারে নেতৃত্ব দেবে ওয়ার্কিং গ্রুপ। যাতে খেলাটা সুষ্ঠুভাবে আন্তর্জাতিক এবং ঘরোয়া দুই ক্ষেত্রেই দীর্ঘদিন টিকে থাকতে পারে।’
এই ওয়ার্কিং গ্রুপের অন্যতম সদস্য ভারতীয় বোর্ডের সিইও রাহুল জোহরি। ছয় সদস্যের ওয়ার্কিং গ্রুপের বাকি সদস্যরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার থাবাং মোরোয়ে, ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের কর্তা জনি গ্রেভস ও ফিকার কর্তা টোনি আইরিশ ক্রিকেট স্কটল্যান্ডের চেয়ারম্যান টোনি ব্রায়ান।