জাতয়ি ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে গাড়িবহরে ফের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনারও দাবি করেন তিনি।
আজ মঙ্গলবার চট্টগ্রাম থেকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর ঢাকায় আসার পথে বিকেলে ফেনীর মহিপাল ফিলিং স্টেশনের সামনে দুটি বাসে যে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে সেটি আওয়ামী সসন্ত্রাসীরাই ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শীর্ষ নিউজকে টেলিফোনে মির্জা ফখরুল বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে যারা হামলার ঘটনা ঘটিয়ে ছিলো তারাই আজ এই হামলা ঘটিয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।