কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে মোস্তফা কামাল নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
মোস্তফা কামার জেলার চান্দিনা উপজেলার টাটেরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং মিনি মাইক্রোবাসের চালক ছিল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ‘ঘটনাস্থল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহত ওই কিশোর নেশাগ্রস্ত ছিল এবং অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’