কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক তরুণ নিহত হয়েছে; যাকে ডাকাত বলছে পুলিশ। সদর উপজেলার আলেখাচর গোমতি নদীর পাড় এলাকায় শনিবার রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধ হয়। নিহত আবু তাহের (২৮) কুমিল্লার সংরাইশের আবুল খায়েরের ছেলে। তিনি ডাকাত তাহের বাহিনীর প্রধান বলে জানিয়েছেন জেলা ডিবির পুলিশের এসআই শাহ কামাল আকন্দ।
জেলা ডিবি পুলিশ ওসি মনজুর আলম বলেন, গোমতি নদীরপাড় এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় ডাকাতরা পুলিশের দিকে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এতে তাহের গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে ডাকাত দলের এক সদস্যকে তারা আটক করে। সম্প্রতি কুমিল্লা নগরে ম্যাক্স কোম্পানির ৪০ লাখ টাকা ছিনতাই করে এ তাহের বাহিনী। এ বাহিনীর বাকি সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।