কুমিল্লা প্রতিনিধি:
কাভার্ডভ্যানে করে পাচারকালে ১০ লাখ টাকা মূল্যের সেগুন কাঠ কুমিল্লা থেকে জব্দ করেছে বনবিভাগ।
রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার চাষাড়া এলাকা থেকে ওই কাঠসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
জানা যায়, কুমিল্লা সামাজিক বন বিভাগের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফরেস্ট চেক পোস্টের কর্মকর্তারা ঢাকা অভিমুখী কাঠ বোঝাই একটি কাভার্ডভ্যানকে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। এসময় চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এতে ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেনের নেতৃত্বে একটি দল কাভার্ডভ্যানের পিছনে ধাওয়া করলে মহাসড়কের চাষাড়া নামক স্থানে কাভার্ডভ্যান রেখে এর চালক ও হেলপার পালিয়ে যায়।
সামাজিক বন বিভাগ কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, কাভার্ডভ্যান তল্লাশি করে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। ইত্তেফাক/এসএস