সফিকুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তিনি প্রথমে কবরস্থানে বাবা-মা’র কবর জিয়ারত করেন। পরে বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান এর হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বেদারুল ইসলাম নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম তদারকি করেন। মনোনয়নপত্র দাখিলের পুরো পক্রিয়াটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি মনোনয়নপত্র দাখিল করতে পেরেছেন। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে।
তিনি আরও বলেন, বর্তমানে নির্বাচনের পরিবেশ স্বস্তিদায়ক। নির্বাচন কমিশন তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি সুন্দর নির্বাচন করে দিতে পারেন আহলে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। তাদের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। একই সঙ্গে একটি ইসলামি দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ফেইক আইডি ও পেজ খুলে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে ধরে তিনি বলেন, ইসলামী দলগুলোর কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড আমরা প্রত্যাশা করি না।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, কাজী শাহ আরেফিন, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহবায়ক দুলাল সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড. নাছির উদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিএনপির নেতাকর্মীরা।
সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ 

















