জাতীয় ডেস্ক:
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তির পর পরবর্তী বিষয় ও করণীয় নিয়ে সিনিয়র আইনজীবীরা ঠিক করবেন বলে জানিয়েছেন জয়নুল আবেদীন।
বৃহস্পতিবার খালেদা জিয়ার আবেদনের ওপর আদেশ দেওয়ার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, এখন আদালত যে আদেশ দিয়েছেন সেখানে কোনো রিজন (কারণ) উল্লেখ করা হয়নি। দেখবো, কী কারণে আমাদের আবেদন খারিজ করা হয়েছে। সে বিষয় দেখে আমাদের একটা সিনিয়র আইনজীবী প্যানেল আছে, ওই প্যানেলের আইনজীবীরা বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।
অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমানসহ বিএনপিপন্থি আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ খালেদার জামিন আবেদন খারিজ করে দেন।