বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইয়াছিন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামের শামছুর রহমানের ছেলে ও স্থানীয় চিওড়া সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
জানা গেছে, ইয়াছিন (১৮) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রয়োজনীয় কাজ শেষে ভেজা শরীরে নিজ ঘরে থাকা ফ্রিজ খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ইয়াছিন গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।