ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

টাইগারদের টেস্ট জয়ে বিশ্ব তারকাদের অভিনন্দন

খেলাধূলা
মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ বন্দনায় মেতে উঠেছে বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীরা। শচীন টেন্ডুলকার, বিরেন্দ্র শেবাগ, মাইকেল ক্লার্ক, মাহেলা জয়াবর্ধনে, পারভেজ মাহরুফ, আকাশ চোপড়াসহ আরো অনেকে।
ক্রিকেটের কুলীন শক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ২০ রানের জয়  টাইগারদের মনকেও ছুয়ে গেছে। ভারতের ‘ক্রিকেট ইশ্বর’খ্যাত শচীন টেন্ডুলকার টুইটারে বলেছেন, দুটি আপসেট হল দুই দিনে। টাইগারদের অনুপ্রেরণাদায়ী পারফরমেন্স। টেস্ট ক্রিকেটের উন্নতি চলছেই।
2 upsets in 2 days! Inspiring performance by @BCBtigers! Test cricket is thriving #BANvAUS
— sachin tendulkar (@sachin_rt) August 30, 2017
মাহেলা জয়াবর্ধনে বলেন, ঐতিহাসিক টেস্টে দারুণ খেলেছে টাইগাররা। দুর্দান্ত টেস্ট ম্যাচ।
একসময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে খোটা দেয়া বিরেন্দ্র শেবাগও মিরপুর টেস্টে মেনে নিয়েছে টাইগারদের শ্রেষ্ঠত্ব। তিনি বলেন, খুব ভালো বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারানো সত্যিই বিশেষ কিছু।
Well done Bangladesh. Special effort to beat Australia. #BANvAUS
— Virender Sehwag (@virendersehwag) August 30, 2017
বাংলাদেশের ভক্ত ভারতীয় ধারাভাস্যকর আকাশ চোপড়া লেখেন, চারদিনে ৯৪২ রান। ৪০ উইকেট। জয়-পরাজয়ের ব্যবধান মাত্র ২০। টেস্ট ক্রিকেট তার সর্বোচ্চ শিখরে। খুব ভালো বাংলাদেশ। ইতিহাস রচিত হল।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনা|য়ক মাইকেল ক্লার্ক অসিদের হারে কষ্ট পেলেও ঠিকই অভিনন্দন জানিয়ে|ছে টাইগারদের। তিনি টুইটারে লেখেন, অভিনন্দন বাংলাদেশ। আমি কখেনো ভাবিনি এমন টুইট লিখতে হবে। তবে যাদের প্রশংসা প্রাপ্য তাদের তো প্রশংসা করতেই হয়।
হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল টিম বাংলাদেশ।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগর উপজেলা মৎস্যজীবী লীগের কমিটি গঠন

টাইগারদের টেস্ট জয়ে বিশ্ব তারকাদের অভিনন্দন

আপডেট সময় ০৯:৩০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭
খেলাধূলা
মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ বন্দনায় মেতে উঠেছে বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীরা। শচীন টেন্ডুলকার, বিরেন্দ্র শেবাগ, মাইকেল ক্লার্ক, মাহেলা জয়াবর্ধনে, পারভেজ মাহরুফ, আকাশ চোপড়াসহ আরো অনেকে।
ক্রিকেটের কুলীন শক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ২০ রানের জয়  টাইগারদের মনকেও ছুয়ে গেছে। ভারতের ‘ক্রিকেট ইশ্বর’খ্যাত শচীন টেন্ডুলকার টুইটারে বলেছেন, দুটি আপসেট হল দুই দিনে। টাইগারদের অনুপ্রেরণাদায়ী পারফরমেন্স। টেস্ট ক্রিকেটের উন্নতি চলছেই।
2 upsets in 2 days! Inspiring performance by @BCBtigers! Test cricket is thriving #BANvAUS
— sachin tendulkar (@sachin_rt) August 30, 2017
মাহেলা জয়াবর্ধনে বলেন, ঐতিহাসিক টেস্টে দারুণ খেলেছে টাইগাররা। দুর্দান্ত টেস্ট ম্যাচ।
একসময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে খোটা দেয়া বিরেন্দ্র শেবাগও মিরপুর টেস্টে মেনে নিয়েছে টাইগারদের শ্রেষ্ঠত্ব। তিনি বলেন, খুব ভালো বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারানো সত্যিই বিশেষ কিছু।
Well done Bangladesh. Special effort to beat Australia. #BANvAUS
— Virender Sehwag (@virendersehwag) August 30, 2017
বাংলাদেশের ভক্ত ভারতীয় ধারাভাস্যকর আকাশ চোপড়া লেখেন, চারদিনে ৯৪২ রান। ৪০ উইকেট। জয়-পরাজয়ের ব্যবধান মাত্র ২০। টেস্ট ক্রিকেট তার সর্বোচ্চ শিখরে। খুব ভালো বাংলাদেশ। ইতিহাস রচিত হল।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনা|য়ক মাইকেল ক্লার্ক অসিদের হারে কষ্ট পেলেও ঠিকই অভিনন্দন জানিয়ে|ছে টাইগারদের। তিনি টুইটারে লেখেন, অভিনন্দন বাংলাদেশ। আমি কখেনো ভাবিনি এমন টুইট লিখতে হবে। তবে যাদের প্রশংসা প্রাপ্য তাদের তো প্রশংসা করতেই হয়।
হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল টিম বাংলাদেশ।