দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক্টর উল্টে চালক হারুন মিয়া (৩৯) নিহত হয়েছেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন মিয়ার বাড়ি ভোলা সদর উপজেলায়। দুর্ঘটনায় চালকের সহকারী সজীব মিয়া আহত হন। সজীব চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা। তাঁকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী বালুবাহী একটি ট্রাক্টর গতকাল রাত আটটার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি মহাসড়কে উল্টে পড়ে। এতে ট্রাক্টরচালক হারুন মিয়া ঘটনাস্থলেই মারা যান।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। চালকের লাশ তাঁর স্ত্রী তানিয়া আক্তারের কাছে হস্তান্তর করা হয়েছে।