মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) থেকে:
কুমিল্লার তিতাসে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে হোমনা টু গৌরিপুর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমেএক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা কর্মকতা রহিমা বেগম, সমাজ সেবা অফিসার মোঃ আল আমিন, সাব-রেজিস্টার ফরিদা আক্তার, তথ্য কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস রিমি, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া ও প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন প্রমূখ।
এছাড়াও গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল হক সরকারের সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন, উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান লিয়াকত মাষ্টার ও উপজেলা স্কাউট লিডার মাওঃ মোঃ বিল্লাল হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
পরে বাংলাদেশ জয়িতা অন্বেষণ কর্মসূচির আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৪জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।