কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে বাংলা নববর্ষ ১৪১৬ উপলক্ষে প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে পান্তা ইলিশের মাধ্যমে বর্ষবরণের শুভ সূচনা হয়। এরপর বেলা ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে কড়িকান্দি বাজার হয়ে পুনরায় উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিনব্যাপি উক্ত অনুষ্ঠানগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুল ইসলাম, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান মিতু, উপজেলা প্রকৌশলী মো. মুহীত উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. ইউনুস মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক প্রমূখ।