নাজমুল করিম ফারুকঃ
মেয়ে আমার অহংকার ১৮’র আগে বিয়ে নয় এই আমার অঙ্গীকার’ শ্লোগান নিয়ে জেলার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহ প্রতিরোধে ‘ইউনিয়ন ওয়ার্ড কমিটি গঠন’ পূর্বক সেমিনার বৃহস্পতিবার বেলা ১২টায় অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, নারী উন্নয়ন ফোরাম ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে বলরামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে উক্ত সেমিনারে উপস্থিত সকলে শপথ করেন।
বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূর নবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি সামিয়া সুলতানা শিলা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আরা, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন ও সিরাজুল ইসলাম, কালাইগোবিন্দপুর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সেলিম মিয়া, গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শাহ আলম সরকার।
এতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহবুবুল হক সরকার, নুরুন নাহার, রেহেনা আক্তার, মোশারফ হোসেন, খোকন আরা, আঃ রহিম, ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কাজী মোঃ রফিকুল ইসলাম ও হারুন মোল্লা, ইউপি সদস্য রেনু মিয়া, মামুন মিয়া, ইউসুফ আলী, আঃ হামিদ, আঃ মালেক, ছাদেক পাঠান, শাহ আলম ভূঁইয়া, শিখা আক্তার, রিনা বেগম, সচিব মাহবুবুল হক, বিশিষ্ট ব্যক্তি রফিকুল ইসলাম, মোস্তাক আহমেদ, মনির হোসেন, শাহ আলম, জাহিদ হাসান প্রলয়, নারী উন্নয়ন ফোরামের সদস্য মোসা. নাছিমা আক্তার, মোসা. ফরিদা ইয়াসমিন, মোসাঃ রুবি আক্তার প্রমূখ।