তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
মাদক,যৌতুক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনা সৃষ্টি করে প্রতিরোধ গড়ে তোলতে সেমিনার করেছেন স্বেচ্ছাসেবী একতা সংগঠন।
শনিবার সকাল ১১টায় বাতাকান্দি সরকার সাহেব আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদক, যৌতুক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও রচনা প্রতিযোগিতা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ৩নং বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর-নবী উপস্থিত সকলের প্রতি এ আহবান জানান।
তিনি বলেন,মাদক, বাল্য বিবাহ একটি সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। অল্প বয়সে বিয়ে হলে অপ্রাপ্তবয়স্ক কিশোরী স্বাস্হ্য ঝুঁকিতে থাকে। তাই বাল্যবিবাহ রোধ করতে হলে সর্বপ্রথম পরিবার হতে সচেতন হতে হবে।
আবুল কালাম আজাদের সঞ্চালনায় স্বেচ্ছাসেবী একতা সংগঠনেরর আয়োজনে সংগঠনের সভাপতি লিয়াকত আলী সকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সংগঠনের সহ-সভাপতি জাকির হোসেন, সাংবাদিক নাজমুল করিম ফারুক, এহসান সেলিম(সবুজ),পরে রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সাকিল খান(শুভ)সার্বিক তত্ত্বাবধানে -এসময় সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, নারী পুরুষসহ আপামর জনসাধারণ স্বত:স্ফূর্ত অংশগ্রহণ করেন।