কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের যোগদানকারী ১০জন চিকিৎসাকদের সংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্পতিবার ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: রাশেদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, তিতাস থানর ওসি তদন্ত মঞ্জুর কাদের ভূঁইয়া প্রমূখ।
সংবর্ধনাপ্রাপ্ত নব যোগদানকারী ১০জন চিকিৎসক হলেন, মেডিকেল অফিসার ডা. আয়শা আমিন, ডা. ফারজানা জামান পপি, ডা. মো. নাজমুল হক, ডা. মৃত্তিকা অথৈ, ডা. নুসরাত জাহান, ডা. মো. ইমাদাদুল হক শুভ, ডা. মীর মোহাম্মদ তৌহিদ, ডা. মো. বিল্লাল হোসেন ভূঁইয়া, সহকারী সার্জন ডা. ফৌজিয়া তাসনিম বিনতে সাবের ও ডা. জান্নাতুল ফেরদৌস।