খেলাধুলা ডেস্কঃ
এই অবস্থায় সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার শেষ চারের টিকিট নিশ্চিত। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই ম্যাচে ভালো নৈপুণ্য দেখিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান সুদৃঢ় করার পালা তাদের। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ১১। তাদের শেষ তিনটি ম্যাচ ইংল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। এই তিন ম্যাচের যে কোনো একটিতে জিতলেই ভারতের শেষ চারে যাওয়া নিশ্চিত। না জিতলেও সুযোগ থাকছে।
তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট সাত ম্যাচ থেকে ১১। তাদের শেষ দুটি ম্যাচ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে। এক ম্যাচ জিততে পারলে নিউজিল্যান্ডও সরাসরি চলে যাবে সেমিফাইনালে। তবে দুই ম্যাচ হেরে গেলেও তাদের সুযোগ থাকছে সেমিফাইনালে খেলার। সাত ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ৮। শেষ দুটি ম্যাচ তাদের প্রতিপক্ষ ভারত ও নিউজিল্যান্ড। দুটি ম্যাচই কঠিন। দুটি জিততে পারলে সেমিফাইনাল নিশ্চিত ইংল্যান্ডেরও। তবে একটি হেরে গেলেই বাদ পড়ার আশঙ্কা বেশি।
এরপরই সাত ম্যাচে ৭ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের শেষ দুটি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। আর পাকিস্তানের শেষ দুটি ম্যাচ আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে। এই দুটি দলের যে কোনো একটি দল দুই ম্যাচ জিতে গেলে শ্রীলঙ্কা বাদ পড়ে যাবে। এমনকি এক ম্যাচ হারলেই কপাল পুড়বে ইংল্যান্ডেরও। সেক্ষেত্রে বাংলাদেশ বা পাকিস্তানের যে কোনো এক দল অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডে সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নেবে।
আপাতত এই ম্যাচ হারে শ্রীলঙ্কার চেয়ে পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ থাকল বাংলাদেশের। কারণ শেষ দুই ম্যাচ জিতলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ১০ এবং বাংলাদেশের হবে ১১। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ দুই ম্যাচ জিততে পারলে খুলে যেতে পারে বাংলাদেশের ভাগ্য। এমনকি এসব ম্যাচের ফলের ভিত্তিতে নয় পয়েন্ট নিয়েও বাংলাদেশের সামনে সেমিতে যাওয়ার ক্ষীণ একটা সুযোগ থাকছে।