মো: শাহীন আলম, দেবিদ্বার প্রতিনিধিঃ
রোজ বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার দেবিদ্বারে আবুল হাসেম (৫০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকুট দণিপাড়া কালভার্ট সংলগ্ন এলাকার রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আবুল হাসেম জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা-পশ্চিম মনিপুর গ্রামের আলী আকবরের ছেলে। তিনি কাবিলা বাজারের মুদি ব্যবসায়ী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, ‘চান্দিনা-মোহনপুর সড়কের ভৈষেরকুট দণিপাড়া চৌধুরী মার্কেট সংলগ্ন কালভার্ট এর পাশে প্রায় ৫০ বছরের এক ব্যক্তির লাশ দেখে স্থানীয় আমাকে জানায়। আমি ঘটনাস্থলে গিয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।’
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস.আই) নূরুল ইসলাম জানান, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরূদ্ধ করে হত্যা করে ভৈষেরকুট রাস্তার পাশে ফেলে যায়। তার সঙ্গে থাকা কাগজপত্র দেখে খোঁজ নিয়ে পরিচয় সনাক্ত করি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।