ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্কঃ
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি জেলায় প্রবল বর্ষণে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকারি ও দলীয়ভাবে সর্বাত্মক সহযোগিতা দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে সুইডেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করার আগে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানিয়ে এসে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পাহাড়ধসের ঘটনায় নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে স্থানীয় দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ যাওয়ার আগ মুহূর্তে বিমানবন্দরে সরকারিভাবে সেনা, নৌ, বিমান বাহিনী ও পুলিশ প্রধানদের ক্ষতিগ্রস্তদের পাশে এগিয়ে আসার জন্য বলেছেন। আর দলীয়ভাবে আমাকে বলেছেন নেতাকর্মীদের বলার জন্য- ক্ষতিগ্রস্ত এলাকার নেতাকর্মীরা যাতে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়।’
ওবায়দুল কাদের বলেন, দুর্যোগের কবলে যারা পড়ে তারা সব সময়ই অসহায়। এ কারণে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

ইত্তেফাক

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৩:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
জাতীয় ডেস্কঃ
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি জেলায় প্রবল বর্ষণে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকারি ও দলীয়ভাবে সর্বাত্মক সহযোগিতা দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে সুইডেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করার আগে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানিয়ে এসে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পাহাড়ধসের ঘটনায় নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে স্থানীয় দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ যাওয়ার আগ মুহূর্তে বিমানবন্দরে সরকারিভাবে সেনা, নৌ, বিমান বাহিনী ও পুলিশ প্রধানদের ক্ষতিগ্রস্তদের পাশে এগিয়ে আসার জন্য বলেছেন। আর দলীয়ভাবে আমাকে বলেছেন নেতাকর্মীদের বলার জন্য- ক্ষতিগ্রস্ত এলাকার নেতাকর্মীরা যাতে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়।’
ওবায়দুল কাদের বলেন, দুর্যোগের কবলে যারা পড়ে তারা সব সময়ই অসহায়। এ কারণে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

ইত্তেফাক