জাতীয় ডেস্কঃ
ক্ষমতায় গেলে সংবিধান সংশোধন করে প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে বলে জানিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। বুধবার রাজধানীর একটি হোটেলে তার রূপকল্প ‘ভিশন ২০৩০’ দেশবাসীর সামনে তুলে ধরার সংবদা সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি নেত্রী বলেন, প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা’ দেশে একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংশোধন করে ক্ষমতায় ভারসাম্য আনবে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গণতন্ত্রের চেয়ে উন্নয়ন শ্রেয় এই ধারণা নিয়ে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।’ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা পঞ্চদশ সংশোধনী সংস্কার করা হবে বলে অঙ্গীকার করেন বিএনপি নেত্রী।
খালেদা জিয়া বলেন, ‘বিএনপি জণগণের হাতেই রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে চায়। আমরা ওয়ান ডে ডেমোক্রেসিতে বিশ্বাসী নই। জনগণের ক্ষমতাকে কেবল ভোট দেওয়ার দিনে আবদ্ধ রাখতে চাই না।’
ইত্তেফাক/