জাতীয় ডেস্কঃ
লেখক, কবি, বুদ্ধিজীবী ও কলামিস্ট ফরহাদ মজহারকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি বলছে, এ অপহরণ সরকারের অজান্তে হয়নি। অপহরণের ঘটনায় সরকারের এজেন্সি ও টিম জড়িত। প্রতিথযশা এই বুদ্ধিজীবীকে ফিরিয়ে না দিলে ক্ষোভে-প্রতিবাদে মানুষ ফেটে পড়বে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
রিজভী বলেন, তার লেখনি চিন্তাকে ভয় পেয়ে সরকার তাকে টার্গেট করেছিল। এখন তা সম্পন্ন করার চেষ্টা করেছে। তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলে জনগণের মাঝে যে আশাবাদ অনুভূত হয়েছিল। মানুষের সেন্টিমেন্ট ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তাকে অপহরণ করা হয়েছে।
আশঙ্কা প্রকাশ করে রিজভী বলেন, এমনও হতে পারে গতকাল দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সংবাদ সম্মেলনে তিনি যে বক্তব্য দিয়েছেন তার জন্য তাকে টার্গেট করেছে সরকার। টার্গেট বাস্তবায়ন করার জন্য তারা জঘন্য কাজটি করেছেন।
অপহরণের পর ফরহাদ মজহারের পরিবারের কাছে ৩৫ লাখ টাকা দাবি করা হয় একজন সাংবাদিকের মাধ্যমে এমন সংবাদ শুনেছেন দাবি করে রিজভী বলেন, মূল বিষয়টা এখনও জানা যায়নি। অপহরণের ২৪ মিনিট পর যে নাম্বারে ফরহাদ মজহারের পরিবারকে কল করা হয়েছিল সেই নাম্বার ট্যাকিং করার পর আইন-শৃঙ্খলা বাহিনী প্রথমে বলেছিল মানিকগঞ্জ অবস্থান করছে, কিছুক্ষণ পর বলছে মাগুরা, যশোরে অবস্থান করছে।
এজেন্সি ফরহাদ মজহারকে তুলে নিয়েছে এমন অভিযোগের ভিত্তি কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ঘটনা আগেও দেখেছি। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নেতাকেই এভাবে তুলে নেয়া হয়েছে। সরকারের এজেন্সি মাইক্রোবাসে তুলে নিচ্ছে। আবার তারা নাটক করে বলছে আমরা দেখছি, খোঁজ নিচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ।