ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে “ নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্য এবং পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ করি মশার বিস্তার, ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিচ্ছন্নতার বিকল্প নাই এই স্লোগানকে সামনে রেখে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম , ভাইস চেয়ারম্যান জলি আমীর, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন সরকার প্রমুখ।