বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দরিয়াদৌলত গ্রামে নকল সাবান কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই শ্রমিককে সাজা দেওয়া হয়।
আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল ইসলাম নকল সাবান তৈরির কারখানায় অভিযান চালান।
জানা গেছে, প্রায় ২৫ লাখ টাকা মূল্যের সাবান তৈরির কাঁচামাল জব্দ এবং কারখানায় কর্মরত ২জন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মালিক সাকিল মিয়া পলাতক রয়েছেন।
সাজাপ্রাপ্তরা হলেন- আব্দুস সালাম (৪৫), মো. কাজল মিয়া (৪৭)। তাদের বাড়ি নেত্রকোনা জেলায় বলে জানা যায়। জব্দকৃত মালামাল হলো- বল সাবান, প্যাকেটকৃত গুড়া সাবান, পাউডার, কেরোসিন তৈল, পাম্প তৈল, সাবান ভর্তি বক্স, খালি বক্স, সাবান তৈরির মেশিন, নকল প্যাকেট, সোডা, ওজন মাপার মেশিন।