জাতীয় ডেস্কঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির কোনো সমস্যা নেই, বিএনপি ইউনাইটেড। তিনি বলেন, ‘অধিকার চলে যাচ্ছে, গণতন্ত্র চলে যাচ্ছে। দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। জাতি ধ্বংস হয়ে যাচ্ছে’।
মির্জা ফখরুল বলেন, ‘আজকাল একটা জিনিস দেখবেন টেলিভিশনে তথাকথিত বুদ্ধিজীবীরা দেখাতে থাকেন- কোথায় বিএনপির ভুল, কোথায় ঐক্যফ্রন্টের ভুল। আর আওয়ামী লীগ যে ভুল নয়, ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রকে ধ্বংস করে দিল সে বিষয়ে কথা বলার সাহস তাদের নেই। তারা ভয়ভীতি ছড়িয়ে দিয়েছে। এখন সেই ভয়ে কেউ কথাই বলতে চায় না। গোটা পৃথিবীর মিডিয়া জানে বাংলাদেশর গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে’।
খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে, রাজনীতি থেকে দূরে সরাতে তাকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখা হয়েছে- দাবি করে ফখরুল বলেন, ‘নির্বাচনে যেন তিনি অংশগ্রহণ করতে না পারেন, রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাকে নির্জন কারাগারে আটক রাখা হয়েছে। তিনি জামিন পেয়েছেন তাকে জামিন দেয়া হবে না।’
ফখরুল বলেন, ‘আমরা সবাই জানি গত ১০ বছর ধরে বাংলাদেশে একটি দলের শাসন চলছে এবং তারা ছলেবলে-কৌশলে ক্ষমতায় টিকে থাকার জন্যে রাষ্ট্রকে পুরোপুরি ধ্বংস করে দেxয়ার উপক্রম করছে। অত্যন্ত সচেতনভাবে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে ব্যবহার করা হচ্ছে। গত নির্বাচনে একটি প্রতিষ্ঠানকেও বাদ দেxয়া হয়নি। এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হতে পারে না’।
আলোচনা সভায় অন্যদের মধ্যে অধ্যাপক ড. দিলার চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহিদা রফিক, অধ্যাপক ড. তাজমেরী ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক আফরোজা আব্বাস, বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।