ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচংয়ে স্বেচ্ছাসেবকলীগ সভাপতির নেতৃত্বে নৌকা সমর্থকদের উপর হামলা, আহত ৭

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচংয়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে নৌকার মনোনীত প্রার্থীর সমর্থকদের উপর হামলায় ৭ জন আহত হয়েছে।

দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই নৌকার মনোনয়ন পাওয়া ও মনোনয়ন বঞ্চিতদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে প্যানেল চেয়ারম্যানসহ ৭ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার দুপুর দুইটায় কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শুক্রবার বাদ জুমা মসজিদ থেকে বের হওয়ার পরপরই নৌকার সমর্থকের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই হামলা চালানো হয়। এ সময় প্যানেল চেয়ারম্যান সুলতান আহমদ মুন্সিসহ আরো সাতজনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসী দল।

খবর পেয়ে বুড়িচং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী জাকির হোসেন জাহের অভিযোগ করে বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে অন্তত ৫০ জনের একটি দল তার সমর্থকদের উপর হামলা চালিয়েছে। আহতরা বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেন জানান, নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেন জাহের নৌকা প্রতীক পাওয়ার পর মিছিল নিয়ে তার বাড়িঘরে হামলা চালায়। এ সময় তিনি মসজিদে ছিলেন। মসজিদ থেকে আসার পর বিষয়টি জানতে পেরে তার লোকজন একত্রিত হলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে তার দুইজন সমর্থক গুরুতর আহত হয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দলীয় প্রতীক পাওয়া না পাওয়ার বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে অন্তঃসত্বা গৃহবধূকে জবাই করা পাষন্ড স্বামী আটক

বুড়িচংয়ে স্বেচ্ছাসেবকলীগ সভাপতির নেতৃত্বে নৌকা সমর্থকদের উপর হামলা, আহত ৭

আপডেট সময় ০২:২৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচংয়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে নৌকার মনোনীত প্রার্থীর সমর্থকদের উপর হামলায় ৭ জন আহত হয়েছে।

দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই নৌকার মনোনয়ন পাওয়া ও মনোনয়ন বঞ্চিতদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে প্যানেল চেয়ারম্যানসহ ৭ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার দুপুর দুইটায় কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শুক্রবার বাদ জুমা মসজিদ থেকে বের হওয়ার পরপরই নৌকার সমর্থকের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই হামলা চালানো হয়। এ সময় প্যানেল চেয়ারম্যান সুলতান আহমদ মুন্সিসহ আরো সাতজনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসী দল।

খবর পেয়ে বুড়িচং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী জাকির হোসেন জাহের অভিযোগ করে বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে অন্তত ৫০ জনের একটি দল তার সমর্থকদের উপর হামলা চালিয়েছে। আহতরা বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেন জানান, নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেন জাহের নৌকা প্রতীক পাওয়ার পর মিছিল নিয়ে তার বাড়িঘরে হামলা চালায়। এ সময় তিনি মসজিদে ছিলেন। মসজিদ থেকে আসার পর বিষয়টি জানতে পেরে তার লোকজন একত্রিত হলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে তার দুইজন সমর্থক গুরুতর আহত হয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দলীয় প্রতীক পাওয়া না পাওয়ার বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।