প্রবাশ ডেস্ক রির্পোটঃ
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম অং কিম বলেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, জুনায়েদ আহমদকে ভারতে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর নিয়োগ দেয়া হয়েছে। ভারতের সাম্প্রতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন আমাদের সময়ের অন্যতম অর্জন’।
দক্ষিণ এশিয়ায় নিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যান্নেত্তি ডিক্সন বলেছেন, সামাজিক উন্নয়ন, নগরায়ন ও পানি সংকটপূর্ণ এলাকায় জুনায়েদের কাজ করার অভিজ্ঞতা ভারতের নিজস্ব উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও বিশ্বব্যাংকের কৌশল বাস্তবায়ন নিশ্চিত করবে।
জুনায়েদ ১৯৯১ সালে বিশ্বব্যাংকে ইয়ং প্রফেশনাল হিসেবে যোগ দেন। এরপর আফ্রিকা ও পূর্ব ইউরোপে অবকাঠামো উন্নয়ন নিয়ে কাজ করেন তিনি। এরপর বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিষদের বেশ কিছু পদে দায়িত্ব পালন করেন। তিনি স্টানফোর্ড ইউনিভার্সিটি থেকে ফলিত অর্থনীতি বিষয়ে পিএইচডি, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে লোক প্রশাসনে স্নাত্তকোত্তর ও ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ডিগ্রি নেন।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে বলেন, সংস্থাটির সদর দফতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন জুনায়েদ। মেধাবী এ বাংলাদেশি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের কার্যালয়ে নীতিনির্ধারণী কর্মকর্তা হিসেবে ছিলেন।
ব্যাংকের ওয়েবসাইটে আরো বলা হয়, ২০১৬ সালের জানুয়ারিতে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের কার্যালয়ে যোগ দেয়ার আগে তিনি ওয়াটার গ্লোবাল প্রাকটিসের সিনিয়র ডিরেক্টর ছিলেন। তার নেতৃত্বে একটি শক্তিশালী,দক্ষ, বুদ্ধিদীপ্ত, বিশ্লেষণাত্বক, কর্মক্ষম ও আন্তর্জাতিক অংশিদারিত্বমূলক গ্লোবাল প্রাকটিস তৈরি হয়েছে। জুনায়েদ পানি ব্যবস্থাপনা ও পানি-অর্থনীতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
বিশ্বব্যাংক বলছে, ১০ বছর মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জুনায়েদ আহমেদের। প্রথমদিকে দিকে জোহানেসবার্গে বিশ্বব্যাংকের উপ-আবাসিক প্রতিনিধি এবং প্রধান অর্থনীতিবিদ হিসেবে কাজ করেন। তারপর নয়াদিল্লিতে পানি এবং পয়:নিষ্কাশন কর্মসূচিতে আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া বিশ্বব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রয়েছে।