বিনোদন:
জনপ্রিয় ভারতীয় নায়িকা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নুসরাত জাহান মা হতে চলেছেন। তবে অভিনেত্রীর স্বামী নিখিল জৈন দাবি করেছেন সেই সন্তান তার নয়।
শুক্রবার (৪ জুন) সকাল থেকেই নুসরাতের মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে টলিপাড়ায়। তবে এ বিষয়ে অভিনেত্রী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
তবে নুসরাতের স্বামী নিখিল বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘদিন আমার কোনো সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার না।’
গত কয়েক মাস ধরেই নুসরাত-নিখিলের সংসার নেই। আইনিভাবে তাদের বিচ্ছেদ না হলেও দুজন আলাদা থাকেন। এই ফাঁকে অভিনেতা যশের সঙ্গে জমে উঠেছে প্রেম। তাদের সে প্রেম আর গোপন থাকেনি।
নুসরাতের অত্যন্ত ঘনিষ্ঠমহল থেকে জানাযায়, অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। এক মাস আগেই এই সুখবর পেয়েছেন তারা।
এসওএস কলকাতা’ ছবির শুটিংয়ের সময় থেকেই যশের প্রেমে পড়েছিলেন নুসরাত। অতঃপর একসঙ্গে সময় কাটাতে শুরু করেছিলেন দু’জনে। এর পরে মরুশহরে দু’জন একসঙ্গে বেড়াতে গেলে প্রেমের গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়। সূত্র: আনন্দবাজার