মাহবুব আলম আমি, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের সভাপতি মোঃ বিপ্লব সরকার কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোঃ বিপ্লব সরকার বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি।
মঙ্গলবার বিকেলে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল কাদের জানান, বিপ্লব সরকারকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
মাহবুব আলম আমি, বিশেষ প্রতিনিধিঃ 


















