রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক নির্মিত একটি গুরুত্বপূর্ণ আরসিসি গার্ডার ব্রিজ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। নৈইরপার–এলখাল সড়কে নির্মিত ২২ মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি চালু হলে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এ সড়ক দিয়ে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছাত। অনেক সময় বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে গিয়ে সময় ও অর্থ—দুটোরই অপচয় হতো। নতুন ব্রিজ নির্মাণের ফলে এখন নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত হবে, একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ায় স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয়দের ভাষ্য, এই ব্রিজ শুধু যাতায়াত সুবিধাই বাড়াবে না; বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা গ্রহণ, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনবে। বিশেষ করে জরুরি সময়ে রোগী পরিবহন ও শিক্ষার্থীদের নিয়মিত স্কুল-কলেজে যাতায়াত অনেক সহজ হবে।
এলজিইডি সূত্রে জানা গেছে, নির্ধারিত নকশা ও সরকারি মানদণ্ড অনুসরণ করেই ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে উদ্বোধনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, এলজিইডির মাধ্যমে নির্মিত এই ব্রিজটি মুরাদনগরের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এটি একটি কার্যকর অবকাঠামো। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে খুব শিগগিরই ব্রিজটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
উদ্বোধনের পর এই ব্রিজ ঘিরে নৈইরপার–এলখাল সড়ক সংলগ্ন এলাকার সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি : 

















