মো: মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় এসএসসি ও সমাপনী পরীক্ষায় প্রথম দিন ৭৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এর মধ্যে বালক ২৫ জন ও বালিকা ৪৯ জন।
জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলায় ১৫টি কেন্দ্রে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ভোকেশনালে থেকে মোট ১৩ হাজার ৯’শ ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত ছিল ১৩ হাজার ৮’শ ৮১ জন। উচ্চ বিদ্যালয়ের পরীক্ষায় বালক ৬ হাজার ১৯ জন ও বালিকা ৫ হাজার ৯’শ ৭৭ জন, মাদ্রাসায় বালক ১ হাজার ২’শ ৭ জন ও বালিকা ৬শ’ ৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। আর উচ্চ বিদ্যালয়ে বালক ১৩ জন ও বালিকা ২৯ জন, মাদ্রাসায় বালক ১২ জন ও বালিকা ২০ জন প্রথম দিনে পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার জানান, অনত্রে চলে যাওয়া, অসুস্থতা ও মৃত্যুর কারনেও পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। তিনি আরো জানান বালিকাদের বিষয়ে বাল্য বিয়ের কারেনেই অনুপস্থিতির মূল কারন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের বলেন, বুধবার একজন পরিক্ষার্থী আত্মহত্যা করেছে। মেয়েদের অনুপস্থিতির বিষয়টির মূল কারনই ব্যাল বিবাহ।
তিনি আরো জানান, গত বছরের পরিক্ষায় তার হার ছিল আরো বেশি। বাল্য বিবাহ বন্ধে বিভিন্ন প্রদক্ষেক নেওয়ায় এই পরিক্ষায় অনুপস্থিতির সংখ্যা অনেক কমে এসেছে। পরবর্তী পরিক্ষায় অনুপস্থিতির হার আরো কমে আশবে আশা করি।