মাহবুব আলম আরিফঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৮৬টি মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে শুক্রবার বিকেলে মুরাদনগর ডি.আর সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ৪৭তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় নির্দিষ্ট সময়ে ১-১ গোল হওয়ায়, ট্রাইবেকারে ১০-৯ গোলে পীর কাশিমপুর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুরাদনগর ডি.আর সরকারী উচ্চ বিদ্যালয় ।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রায়হান মেহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু।
সহকারি শিক্ষক মনিরু হোসেন খান, বেলাল উদ্দিন আহম্মদ ও প্রভাষক আজিজুর রহমান রনির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, বাংলাদেশ বেডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি জহিরুল ইসলাম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার।
সহকারী শিক্ষক আবুল কাশেম, জাকির হোসেন ও আক্তার হোসেন খেলাটি পরিচালনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর ডি.আর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান, পীর কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন ভূইয়া, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা বেগম, কুমিল্লা উত্তর জেলা মৎসজীবীলীগের সদস্য সচিব রাজিব মুন্সি ভাগিনা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহম্মদ প্রমুখ।