সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
দীর্ঘ ১৬ বছর পর আজ থেকে শুরু হয়েছে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন
কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
রবিবার ( ২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে পরীক্ষার সব নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পরীক্ষা।
পরীক্ষা শুরুর পর পরই কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় ও নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে পরীক্ষার হলে নিরবতা, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ সরেজমিন পর্যবেক্ষণ করেন।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় স্কুল থেকে ১১০০ জন ও মাদ্রাসা থেকে ২৭৯ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে।
পরীক্ষার সার্বিক অবস্থা জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস রোধে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে ।
সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ 

















