মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্পোপার, মুরাদনগরঃ
”চাষযোগ্য জমির উৎপাদন বৃদ্ধি এং জৈব সার ব্যবহারের কলা-কোৗশর জানা” প্রতিপাদ্যকে সামনে রেখে ও সবুজ রংকে হ্যাঁ বলে কুমিল্লা মুরাদনগর উপজেলায় কৃষকদের দিনব্যাপী এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা কবি নজরুল মিলনায়তনে বানিজ্য মন্ত্রনাল ও বাপামার যৌথ আর্থায়নে বাংলাদেশ এগ্রো বেইজড প্রোডাক্ট প্রডিইসার এন্ড মার্চেন্টাস্ এসোসিয়েশন (বাপামা) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। এ কর্মমলায় একশত বিশ জন কৃষক অংশ গ্রহন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোসাম্মৎ রাশেদা আক্তার।
বাপামার চেয়ারম্যান মুহা. রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সৌম, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা সমভায় অফিসার মোহাম্মদ ওমর ফারুক ও উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুর ইসলাম।
বাপার প্রশিক্ষন কর্মকর্তা বিল্লাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাপামার মহাসচিব ও রাষ্টপতির পদক প্রাপ্ত তরুন বিজ্ঞানী কাজী গোলাম আলী সুমন। আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি বাবু স্বপন কুমার সাহা, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক পার্ধ সারথী দত্ত, সাংবাদিক হাবীবুর রহমান প্রমুখ।