আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধি:
৩১ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডটকম):
মুরাদনগর উপজলোর প্রাথমকি ও ইবতদোয়ী সমাপনীত(পিএসসি) পরীক্ষার ফলাফলে এবার এগিয়ে আছে মেয়েরা। পাসের হার ও জিপিএ-৫ দু’টোতেই তুলনামূলক ভাবে মেয়েরা এগিয়ে রছে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার প্রাথমকি ও ইবতদোয়ী সমাপনীত(পিএসসি)পরীক্ষায় ২৫ হাজার ৫ শত ১৯ জন অংশ গ্রহন করে ২৫ হাজার ৩ শত ২ জন পাশ করে। তাদের পাসের হার ৯৯ দশমকি ১৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৫০৯ জন। জপিএি-৫ পয়েছেে মোট ৫০৯ জন। এর মধ্যে বালক ২২২ ও বালকিা ২৮৭ জন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ,এন,এম মাহবুব আলম মুরাদনগর বার্তা ডটকমকে জানান, ‘এখন অভিভাবকেরা যেমন সচেতন হয়েছেন, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ভালো হওয়ায় মেয়েরা ফলাফলে এগিয়ে আছে।