ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর উপর হামলা

মনির খানঁঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায পূর্ব শত্রুতার জেরে রুক্কন উদ্দিন নামে এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই ব্যবসায়ীর মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়।

বুধবার বিকেলে মুরাদনগর থানায় একটি অভিযোগ দাখিল করে আহত ব্যাবসায়ী। মঙ্গলবার রাতে উপজেলার রাঁজনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত রুক্কন উদ্দিন (৫২) রাজনগর গ্রামের মৃত. মদন বেপারীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রাজনগর জামে মসজিদের উন্নয়ন ও ঈমাম পরিবর্তনের বিষয় নিয়ে নূর-মোহাম্মদ মেম্বারের বসত ঘরে আলোচনা সভা চলছিল। সভা চলা কালে রুক্কন উদ্দিন ওই মসজিদ কমিটির সেক্রেটারি হওয়ার সুবাদে তিনি বর্তমান ঈমামকে রাখার পক্ষে প্রস্তাব করে এ নিয়ে রাঁজনগর গ্রামের মৃত. নজরুল ইসলামের ছেলে অরুন মিয়া (৩২) সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অরুন মিয়াসহ তার ভাই সাদেক(৩৬), ওমর মিয়া(২৭), জয়নাল আবেদীন(৪৪) ও তাজুল ইসলামসহ আরো ৫/৬ জন রুক্কন উদ্দিনের উপর হামলা চালায়। এসময় অরুন মিয়া তার হেেত থাকা টর্চলাইট দিয়ে রুক্কন উদ্দিনে মাথায় আঘাত করিলে রুক্কন উদ্দিনের মাথায় রক্তাক্ত জখম হয়। পরে সভার উপস্থিত সদস্যরা রুক্কন উদ্দিনকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ বিষয়ে অভিযুক্ত অরুন মিয়া বলেন, রুক্কন উদ্দিনকে আমি মারামারি করি নাই। এখানে জগড়া হয়েছে অনেক লোকজন জড়ো হয়েছে, রাতের অন্ধকারে কে মেরেছে আমি বলতে পারি না।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে অন্তঃসত্বা গৃহবধূকে জবাই করা পাষন্ড স্বামী আটক

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর উপর হামলা

আপডেট সময় ০৩:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১

মনির খানঁঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায পূর্ব শত্রুতার জেরে রুক্কন উদ্দিন নামে এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই ব্যবসায়ীর মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়।

বুধবার বিকেলে মুরাদনগর থানায় একটি অভিযোগ দাখিল করে আহত ব্যাবসায়ী। মঙ্গলবার রাতে উপজেলার রাঁজনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত রুক্কন উদ্দিন (৫২) রাজনগর গ্রামের মৃত. মদন বেপারীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রাজনগর জামে মসজিদের উন্নয়ন ও ঈমাম পরিবর্তনের বিষয় নিয়ে নূর-মোহাম্মদ মেম্বারের বসত ঘরে আলোচনা সভা চলছিল। সভা চলা কালে রুক্কন উদ্দিন ওই মসজিদ কমিটির সেক্রেটারি হওয়ার সুবাদে তিনি বর্তমান ঈমামকে রাখার পক্ষে প্রস্তাব করে এ নিয়ে রাঁজনগর গ্রামের মৃত. নজরুল ইসলামের ছেলে অরুন মিয়া (৩২) সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অরুন মিয়াসহ তার ভাই সাদেক(৩৬), ওমর মিয়া(২৭), জয়নাল আবেদীন(৪৪) ও তাজুল ইসলামসহ আরো ৫/৬ জন রুক্কন উদ্দিনের উপর হামলা চালায়। এসময় অরুন মিয়া তার হেেত থাকা টর্চলাইট দিয়ে রুক্কন উদ্দিনে মাথায় আঘাত করিলে রুক্কন উদ্দিনের মাথায় রক্তাক্ত জখম হয়। পরে সভার উপস্থিত সদস্যরা রুক্কন উদ্দিনকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ বিষয়ে অভিযুক্ত অরুন মিয়া বলেন, রুক্কন উদ্দিনকে আমি মারামারি করি নাই। এখানে জগড়া হয়েছে অনেক লোকজন জড়ো হয়েছে, রাতের অন্ধকারে কে মেরেছে আমি বলতে পারি না।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।