মো: নাজিম উদ্দিনঃ
কুমিল্লার মুরাদনগরের সন্তান ও ঐতিহ্যবাহী বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মাইন উদ্দিন সরকার ২০১৫-১৬ সেশনে জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত সরকারি শারীরিক শিক্ষা কলেজ মোহাম্মদপুর ঢাকা থেকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগে ১ম ব্যাচ হতে এম.পি.এড (প্রফেশনাল) ডিগ্রি লাভ করেন।
জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে দেশে সরকারি বেসরকারি ৩২টি শারীরিক শিক্ষা কলেজের মধ্যে সর্ব প্রথম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মোহাম্মদপুর ঢাকা ১০০আসন নিয়ে এম.পি.এড কোর্স চালু হয়।
তিনি ২০১৫-১৬সেশনে প্রথম ব্যাচ থেকে এম.পি.এড ডিগ্রি লাভ করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস এবং ২০১৪ সেশনে সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকা থেকে বিপিএড ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৬ সালে দাখিল ও ২০০৮ সালে আলিম পরীক্ষায় পাস করেন।
মাইন উদ্দিন সরকার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামের সরকার বাড়ীর আধ্যাতিœক ফকির মরহুম এরাজ মিয়া সরকারের নাতি এবং মরহুম আগোর বাদশাহ আকবর হোসেন সরকার জান্টু সেলিনা খানমের ছেলে।
মো. মাইন উদ্দিন সরকার তার ৬ভাই ও দু বোনের মধ্যে চতুর্থ। সে সকলের দোয়া চায়।