ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল‎‎

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) পরবর্তীঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শেষ নিয়ন্ত্রন মটরসাইকে শেষল মাসল দেখতে প্রায় এক পর পর সিনজিকে ষড়যন্ত্রমূলক চিন্তাভাবনা নিয়ে বিতর্কের প্রতিবাদে মানববন্ধন ও মিলি করেছে এলাকাবাসী। ও পার্টি

শনিবার সকালের উপজেলা সদরের নাগেরকান্দ ততাস চৌস্তায় এই কর্মসূচী পরীক্ষা হয়। |

প্রত্যক্ষদর্শী, সিন ও অরিকশা চালক দুইশতাধিক মানুষ অংশ নেন। বিভিন্ন পার্ক প্রদক্ষিণ পথ তাতাস ব্রিজে গিয়ে শেষ হয়।

উত্সাহ মিছিল সিএনজি চালকমাইদ্দিনের বিদ্যুতের আলোকবর্তিকা নিয়ে আলোচনার প্রত্যাহারে দাবীতে বিভিন্ন স্লোগান দিতে হলে প্রতিবাদকারীরা৷

মনববন্ধনে সংযোগ প্রত্যক্ষদর্শী ফরিদ আমি বলেন, সময় মাইনুদ্দিনের সিএনজিতে করে কাশিপুর থেকে তিতাস আস সংযোগ। রঘু পুরপ্রধানের উত্তর উত্তর একটি শব্দ শুনলে তখন সিএনজির পাশের দিকে এগিয়ে যাওয়ার পথে সাই হোন্ডারের সাথে একজন ও স্থানীয় এলাকাবাসী পড়ে দুরে শহরের মধ্যে। তখন বিশ্ববাসী তারা নিজেরাই হন্ডা এক্সিডেন্ট করছে। পরে শুনি আমার ভাতিজা মোস্তাজ একমাস পর মাইনুদ্দিনের কৌতুকফির ওপরে আছে। এইডা একটা আলোচনা। আমি এই কথা প্রত্যাহার চাই।
প্রশ্ন ২নং সাক্ষী শাহাজাল বলেন, এক্সিডেন্ট প্রোগ্রামের পর আমি ২-৩জন নিয়ে গ্যারেজে মাইনুদ্দিনের সিএনজিকে দেখতে দেখতে। গিয়ে সিনজিতে দূরঘটনার কোন প্রকার চিহ্ন দেখতে পাইনি। এখনও মোস্তাফিজ আমাকে দুই নম্বর সাক্ষী করেছেন। আমি বাস্তবে জানি না। এই ষড়যন্ত্র চিন্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে

প্রশ্নর ৯নং সাক্ষী শামীম বলেন, আমি ঐদিন কাঠের কাজ করে বাড়ি যাওয়ার সময় তিতাসে এক্সিডেন্টের কথা শুনি। তারপর আর আমি আর কিছু জানি না, এখনো আমাকে প্রশ্ন করেছে ৯নং সাক্ষী। আমি মাইনুদ্দিনের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক চিন্তাভাবনা প্রত্যাহার চাই

মানব বন্ধনে অন্যান্য বক্তারা আরো বলেন, মনে প্রশ্ন দিয়ে দরিদ্র সিনজি চালক মাইনলকে ১ মাস ২০ দিন জেল খাটিছে। তার সিএজিটিও জটিল জব্দ করা হয়েছিল। তখন তার স্ত্রী-সন্তানরা অনাহারে অর্ধাহারে দিন কাটিছে। আমরা মাইনরের বিরুদ্ধে এই চিন্তার তীব্র নিন্দা জানাই। এই প্রশ্ন প্রত্যহের জন্য আপনার কাছে জোড় দাবি জানাচ্ছি।

জানা যায়, ২০২ সপ্তাহে ৮ই সেপ্টেম্বর বিকালে ডিসেম্বর ডুমুরিয়ার মোস্তাফিজুর রহমান ছেলে শাউল্লাহ ও সাতমোস্তাফিগার আল আমিন ছেলে সোহাগ মোটরসাইকেল নিয়ে মুরাদনগর শান্তিপূর্ণ নাগেরন্দি ততাস এলাকা। থেকে মধ্যবর্তী এলাকা দক্ষিণ কাশিপুর হোম খেলা দেখতে যাওয়ার সময় রঘুর মাছের আৎৎয়েরনাথপুর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলারসাইকেল থেকে ছিটকে পড়ে। বিকল্পই শফিউল্লাহ’র ও চিকিৎসাধীন সোহামৃত্যু হয়। পাসের গভীরের প্রায় একমাস পর মোঃ শফিউল্লাহ’র বাবা একফিজুর রহমান বাদী হয়ে একই রাজনৈতিক অলিরচর সিএনলক চা মাইন মিলকে আসামি করে অপরাধে একটি অভিযোগ করেন। প্রশ্নয় সিনজি চালক মাইন যোগ ১ মাস ২০ দিন রেখেছিলেন। এক বছর পর ময়নাদন্তের জন্য বিচারউদ্দীন লাশ উঠানোর নির্দেশের জন্য গত ২১শে সেপ্টেম্বর শনিবার সকালে শেরুল্লাহ’র দেহ উত্তোলন করা দেখতে হাগের লাশ উত্তোলন করতে অনেক তার পরিবার বাধা দেন। ভূস্বর্গের জন্য সোহাগরের কোন অভিযোগ নেই তার শরীরে উত্তোলন করা হয়নি।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু বাংলাদেশের

মুরাদনগরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল‎‎

আপডেট সময় ১২:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) পরবর্তীঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শেষ নিয়ন্ত্রন মটরসাইকে শেষল মাসল দেখতে প্রায় এক পর পর সিনজিকে ষড়যন্ত্রমূলক চিন্তাভাবনা নিয়ে বিতর্কের প্রতিবাদে মানববন্ধন ও মিলি করেছে এলাকাবাসী। ও পার্টি

শনিবার সকালের উপজেলা সদরের নাগেরকান্দ ততাস চৌস্তায় এই কর্মসূচী পরীক্ষা হয়। |

প্রত্যক্ষদর্শী, সিন ও অরিকশা চালক দুইশতাধিক মানুষ অংশ নেন। বিভিন্ন পার্ক প্রদক্ষিণ পথ তাতাস ব্রিজে গিয়ে শেষ হয়।

উত্সাহ মিছিল সিএনজি চালকমাইদ্দিনের বিদ্যুতের আলোকবর্তিকা নিয়ে আলোচনার প্রত্যাহারে দাবীতে বিভিন্ন স্লোগান দিতে হলে প্রতিবাদকারীরা৷

মনববন্ধনে সংযোগ প্রত্যক্ষদর্শী ফরিদ আমি বলেন, সময় মাইনুদ্দিনের সিএনজিতে করে কাশিপুর থেকে তিতাস আস সংযোগ। রঘু পুরপ্রধানের উত্তর উত্তর একটি শব্দ শুনলে তখন সিএনজির পাশের দিকে এগিয়ে যাওয়ার পথে সাই হোন্ডারের সাথে একজন ও স্থানীয় এলাকাবাসী পড়ে দুরে শহরের মধ্যে। তখন বিশ্ববাসী তারা নিজেরাই হন্ডা এক্সিডেন্ট করছে। পরে শুনি আমার ভাতিজা মোস্তাজ একমাস পর মাইনুদ্দিনের কৌতুকফির ওপরে আছে। এইডা একটা আলোচনা। আমি এই কথা প্রত্যাহার চাই।
প্রশ্ন ২নং সাক্ষী শাহাজাল বলেন, এক্সিডেন্ট প্রোগ্রামের পর আমি ২-৩জন নিয়ে গ্যারেজে মাইনুদ্দিনের সিএনজিকে দেখতে দেখতে। গিয়ে সিনজিতে দূরঘটনার কোন প্রকার চিহ্ন দেখতে পাইনি। এখনও মোস্তাফিজ আমাকে দুই নম্বর সাক্ষী করেছেন। আমি বাস্তবে জানি না। এই ষড়যন্ত্র চিন্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে

প্রশ্নর ৯নং সাক্ষী শামীম বলেন, আমি ঐদিন কাঠের কাজ করে বাড়ি যাওয়ার সময় তিতাসে এক্সিডেন্টের কথা শুনি। তারপর আর আমি আর কিছু জানি না, এখনো আমাকে প্রশ্ন করেছে ৯নং সাক্ষী। আমি মাইনুদ্দিনের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক চিন্তাভাবনা প্রত্যাহার চাই

মানব বন্ধনে অন্যান্য বক্তারা আরো বলেন, মনে প্রশ্ন দিয়ে দরিদ্র সিনজি চালক মাইনলকে ১ মাস ২০ দিন জেল খাটিছে। তার সিএজিটিও জটিল জব্দ করা হয়েছিল। তখন তার স্ত্রী-সন্তানরা অনাহারে অর্ধাহারে দিন কাটিছে। আমরা মাইনরের বিরুদ্ধে এই চিন্তার তীব্র নিন্দা জানাই। এই প্রশ্ন প্রত্যহের জন্য আপনার কাছে জোড় দাবি জানাচ্ছি।

জানা যায়, ২০২ সপ্তাহে ৮ই সেপ্টেম্বর বিকালে ডিসেম্বর ডুমুরিয়ার মোস্তাফিজুর রহমান ছেলে শাউল্লাহ ও সাতমোস্তাফিগার আল আমিন ছেলে সোহাগ মোটরসাইকেল নিয়ে মুরাদনগর শান্তিপূর্ণ নাগেরন্দি ততাস এলাকা। থেকে মধ্যবর্তী এলাকা দক্ষিণ কাশিপুর হোম খেলা দেখতে যাওয়ার সময় রঘুর মাছের আৎৎয়েরনাথপুর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলারসাইকেল থেকে ছিটকে পড়ে। বিকল্পই শফিউল্লাহ’র ও চিকিৎসাধীন সোহামৃত্যু হয়। পাসের গভীরের প্রায় একমাস পর মোঃ শফিউল্লাহ’র বাবা একফিজুর রহমান বাদী হয়ে একই রাজনৈতিক অলিরচর সিএনলক চা মাইন মিলকে আসামি করে অপরাধে একটি অভিযোগ করেন। প্রশ্নয় সিনজি চালক মাইন যোগ ১ মাস ২০ দিন রেখেছিলেন। এক বছর পর ময়নাদন্তের জন্য বিচারউদ্দীন লাশ উঠানোর নির্দেশের জন্য গত ২১শে সেপ্টেম্বর শনিবার সকালে শেরুল্লাহ’র দেহ উত্তোলন করা দেখতে হাগের লাশ উত্তোলন করতে অনেক তার পরিবার বাধা দেন। ভূস্বর্গের জন্য সোহাগরের কোন অভিযোগ নেই তার শরীরে উত্তোলন করা হয়নি।