জাতীয় ডেস্ক রির্পোটঃ
মেডিকেলে ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ রাখার বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে এ রিট দায়ের করেন।
রিট আবেদনে ২০১৬ সালের ২৯ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তর জারিকৃত ভর্তি বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ২,৬,৭ ও ৮ অবৈধ ঘোষণার আর্জি জানানো হয়েছে।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, লিখিত পরীক্ষায় পাস নম্বর বাড়ানোর ফলে অনেক শিক্ষার্থী মেডিকেল ভর্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এসএসসি ও এইচ এস সি পরীক্ষায় জিপিএ ৮ প্রাপ্ত শিক্ষার্থীরা মেডিকেল পরীক্ষায় অংশ নিতে পারতো। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে জিপিএ ৮ এর স্থলে জিপিএ ৯ করায় অনেক মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারছেন না।
স্বাস্থ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৭ জনকে রিটে রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়েছে। বাসস।