২২ ফেব্রুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
মুরাদনগর উপজেলার ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’ সভাপতি আঃ কুদ্দুস সরকার(৬৫) রবিবার ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বহুদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৪ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ আছর নবীপুর উত্তর পাড়া ঈদগাহ মাঠে নামাযে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
আবদুল কুদ্দুস সরকারের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও উপজেলা বিএনপি শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।