ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ২, আহত অর্ধশতাধিক

জাতীয় ডেস্কঃ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সপ্তম ধাপের ইউপি নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। বিভিন্ন স্থানের সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক।

পজেলার নলুয়া ইউনিয়নে নৌকার প্রার্থী মো: লেয়াকত আলীর লোকজনের রামদার কোপে সপ্তম শ্রেণীর স্কুলছাত্র তাসিব (১২) নিহত হয়েছে। অন্যদিকে বাজালিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আবদুল শুক্কুর (৪০)।

নিহত তাসিব মরফলা ৮ নম্বর ওয়ার্ডের সুলতান চেয়ারম্যানবাড়ি এলাকার রিক্সাচালক জসিম উদ্দীনের ছেলে।

সোমবার দুপুর ১২টার দিকে নলুয়া ইউনিয়নে মরফলা বোর্ডঅফিস ভোটকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্য ঘটনায় বাজালিয়ায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাপস দত্ত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: শহিদুল্লাহ চৌধুরীর কর্মী-সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবদুল শুক্কুর চট্টগ্রামের পাঁচলাইশ শুলকবহর এলাকার মো: ইউনুচের ছেলে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বোর্ড অফিস বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভোটকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো: মিজানুর রহমান জানান, স্বাভাবিকভাবে ভোট চলছিল। দুপুর ১২টার দিকে নৌকার প্রার্থী লেয়াকত আলীর কর্মী-সমর্থকরা নৌকার বেইজ লাগিয়ে অস্ত্র, রামদা, কিরিচ, লাটিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। তখন ভোটাররা দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। এ সময় তারা শিশু তাসিবকে রাস্তায় পেয়ে রামদা দিয়ে ঘাড়ে কোপ দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একইদিন বেলা সাড়ে ১১টার দিকে বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বোর্ডঅফিস বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভোটকেন্দ্র এলাকায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাপস দত্ত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ চৌধুরীর সমর্থকদের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এ সময় নৌকার চেয়ারম্যান প্রার্থী তাপস দত্তের এক কর্মী গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কেরানীহাট মা-শিশু জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সাতকানিয়া থানার এসআই মাহাবুবুল আলম জানান, বাজালিয়ার ২ নম্বর ওয়ার্ড থেকে গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। এ সময় জানতে পারি, তাকে কেরানিহাটের একটি হাসপাতালে আনা হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনি গুলিতে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন। তার ঘাড়ে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে।

এছাড়া উপজেলার নলুয়া, কাঞ্চনা, সোনাকানিয়া, ঢেমশা, পশ্চিম ঢেমশা, চরতি, খাগরিয়া ও বাজালিয়া ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিবিদ্ধসহ প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ২, আহত অর্ধশতাধিক

আপডেট সময় ১১:৫৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২

জাতীয় ডেস্কঃ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সপ্তম ধাপের ইউপি নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। বিভিন্ন স্থানের সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক।

পজেলার নলুয়া ইউনিয়নে নৌকার প্রার্থী মো: লেয়াকত আলীর লোকজনের রামদার কোপে সপ্তম শ্রেণীর স্কুলছাত্র তাসিব (১২) নিহত হয়েছে। অন্যদিকে বাজালিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আবদুল শুক্কুর (৪০)।

নিহত তাসিব মরফলা ৮ নম্বর ওয়ার্ডের সুলতান চেয়ারম্যানবাড়ি এলাকার রিক্সাচালক জসিম উদ্দীনের ছেলে।

সোমবার দুপুর ১২টার দিকে নলুয়া ইউনিয়নে মরফলা বোর্ডঅফিস ভোটকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্য ঘটনায় বাজালিয়ায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাপস দত্ত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: শহিদুল্লাহ চৌধুরীর কর্মী-সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবদুল শুক্কুর চট্টগ্রামের পাঁচলাইশ শুলকবহর এলাকার মো: ইউনুচের ছেলে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বোর্ড অফিস বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভোটকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো: মিজানুর রহমান জানান, স্বাভাবিকভাবে ভোট চলছিল। দুপুর ১২টার দিকে নৌকার প্রার্থী লেয়াকত আলীর কর্মী-সমর্থকরা নৌকার বেইজ লাগিয়ে অস্ত্র, রামদা, কিরিচ, লাটিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। তখন ভোটাররা দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। এ সময় তারা শিশু তাসিবকে রাস্তায় পেয়ে রামদা দিয়ে ঘাড়ে কোপ দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একইদিন বেলা সাড়ে ১১টার দিকে বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বোর্ডঅফিস বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভোটকেন্দ্র এলাকায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাপস দত্ত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ চৌধুরীর সমর্থকদের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এ সময় নৌকার চেয়ারম্যান প্রার্থী তাপস দত্তের এক কর্মী গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কেরানীহাট মা-শিশু জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সাতকানিয়া থানার এসআই মাহাবুবুল আলম জানান, বাজালিয়ার ২ নম্বর ওয়ার্ড থেকে গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। এ সময় জানতে পারি, তাকে কেরানিহাটের একটি হাসপাতালে আনা হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনি গুলিতে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন। তার ঘাড়ে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে।

এছাড়া উপজেলার নলুয়া, কাঞ্চনা, সোনাকানিয়া, ঢেমশা, পশ্চিম ঢেমশা, চরতি, খাগরিয়া ও বাজালিয়া ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিবিদ্ধসহ প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়েছে।