মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের কুমিল্লা হোমাস্থ বাসভবনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হোমনা পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মো. মাহফুজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছানাউল্লাহ সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী মাজেদুল ইসলাম জীবন ও সাংগঠনিক সম্পাদক মো. রাজ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজা, পৌর বিএনপির সভাপতি শাহ ্অলাম হিমেল ও যুগ্ম সম্পাদক ইয়া মুছা, ভাষানিয়া ইউপি বিএনপি সভাপতি আবদুল আজিজ খন্দকার সাব মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলে আহ্বায়ক অহিদ মোল্লা ও কলেজ শাখা ছাত্রদল সভাপতি সাইজুদ্দিন আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা ৭ নভেম্বরের প্রেক্ষপট আলোচনায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জীবন কর্ম, রাষ্ট্র ও রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করেন।