মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় বাংলা নববর্ষ-১৪২৬ উদ্যাপন উপলক্ষে ৩দিন ব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে মেলার শুভ উদ্বোধন করেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী এর সভাপতিত্ব সহকারী কমিশনার (ভূমি) তানিয়া চৌধুরী, থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ।
জানা গেছে বৈশাখী মেলা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত । এতে ২০ টি স্টল অংশগ্রহন করেন। এ ছাড়া মেলার বিশেষ আকর্ষণ মঙ্গল শোভা যাত্রা, পান্তা ইলিশ, যেমন খুশি তেমন সাজ, ঘুড়ি উৎসব, হাডুডু খেলা, ও র্যাফেল ড্র । ২০ টাকা মূল্যের টিকেটে ফ্রিজ, এলউডি টিভি, মোবাইল সহ ১০০টি আকর্ষণীয় পুরস্কার । মেলায় প্রতিদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ।