মাহবুব আলম আরিফঃ
”মাছ চাষে গড়বো দেশ বদলে দেব বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা করে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: কবির কবির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যন সৈয়দ আব্দুল কাইয়ূম খসরু। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) মো: মিজানুর রহমান।
আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সৌম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মো: আব্দুর রহিম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গাজী উল হক চৌধুরী, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা মৎস্য লীগের আহ্বায়ক রাজীব মুন্সী প্রমুখ।