বেলাল উদ্দিন আহম্মদ, বিশেষ প্রতিনিধিঃ
রোজ বৃহস্পতিবার,১১ফেব্রুয়ারী২০১৬ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
আগামীকাল শনিবার ১৩ ফেব্রুয়ারী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করতে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের কর্যনির্বাহী কমিটির জরুরি সভা বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের উপজেলার কোম্পানীগঞ্জের বাড়িতে অনুষ্ঠিত হয়।
মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদ হোসেন আউয়ালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু।
এ সন্মেলনকে কেন্দ্র করে উজ্জীবিত হয়ে ওঠেছে মুরাদনগর উপজেলা আ’লীগের তৃনমূলের নেতা কর্মীরা। কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের দুর্দিনের কান্ডারী ও বর্তমান সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের নেতৃত্বে ঐক্যবদ্ধ মুরাদনগর উপজেলা তথা কুমিল্লা উত্তর জেলার ৭টি উপজেলার আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ এবারের অনুষ্ঠেয় সম্মেলনে তাকে সভাপতি নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ম খসরু বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং কুমিল্লা উত্তর জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষ্যে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে । জাহাঙ্গীর আলম সরকারকে সভাপতি হিসেবে দেখতে মুরাদনগর উপজেলার দলীয় সকল ইউপি চেয়ারম্যানদেরও সমর্থন নিয়ে কাজ করে যাচ্ছি। মুরাদনগরের দলীয় ইউপি চেয়ারম্যানরা জানান, আমরা দলীয় এবং নেতাকর্মীদের প্রয়োজনে সব সময় জাহাঙ্গীর আলম সরকারকে পাশে পাই এবং তিনি সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য সবর্দা সচেষ্ট রয়েছেন। সম্মেলনে মুরাদনগরবাসীর প্রানের দাবী উত্তর জেলা আ’লীগের দুর্দিনের কান্ডারী জাহাঙ্গীর আলম সরকারকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে পেতে চাই। এ সন্মেলনকে কেন্দ্র করে মুরাদনগরের তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে।
এ সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি বাবু স্বপন কুমার সাহা, হেলাল উদ্দিন মজনু(সাবেক ভিপি), নবীপুর পশ্চিম ইউ পি চেয়ারম্যান কামাল উদ্দিন, নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ এস টি আহাম্মদ ফয়সল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জাকির হোসেন (সাবেক ভিপি), পূর্ব ধইর পূর্ব ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম, রামচন্দ্রপুর দক্ষিন ইউপি চেয়ারম্যান আ: লতিফ সরকার, টনকি ইউপি চেয়ারম্যান মো: জাকির হোসেন, পূর্ব ধইর পশ্চিম ইউপি চেয়ারম্যান বন কুমার শিব, দারোরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মোক্তার, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগ নেতা বাবু বিশ্বজিত রায়, শুকলাল দেবনাথ, ডা: আলী ইমাম সরকার রুবেল, এডভোকেট আরীয়া মেহের ঈমাম, শিমুল বিল্লাহ প্রমুখ।