মো: হাবিবুর রহমানঃ
১৬টি এতিমখানা, ২টি দাখিল মাদরাসা, একটি কলেজসহ অসংখ্য মসজিদ, কবরস্থান ও ঈদগাহ’র প্রতিষ্ঠাতা আলহাজ¦ হাকীম মাওলানা মোবারক আলী হেজাজীর মৃত্যৃতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার তত্বাবধায়ক কাজী মোহাম্মদ লোকমান, যাত্রাপুর মাদরাসা-ই নুরীয়া এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা হাফেজ বাশারত ভুইয়া, কুড়াখাল কুরুন্ডি দাখিল মাদরাসার সুপার মাওলানা জসিম উদ্দিন, ইকরা এম আই একাডেমির অধ্যক্ষ মনিরুজ্জামান, হিলফুল-ফুজুল শিশুসদন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মাওলানা মোস্তাফিজুর রহমান।
নেতৃবৃন্দ নিহতের মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
উল্লেখ্য, শনিবার দুপুর অনুমান ১ টা ১৫ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে আলহাজ¦ হাকীম মাওলানা মোবারক আলী হেজাজী (১০২) ইন্তেকাল করেন। জীবিতকালে তিনি বহু সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন এবং স্বীকৃতি স্বরূপ সরকারি ও বেসরকারি পর্যায়ে একাধিক স্বর্ণপদকসহ বিভিন্ন পুরস্কার লাভ করেন। তিনি ১৯১৪ সালের ১জুন রাউজান উপজেলার দেওয়ানপুর ইউনিয়নের পাঁচখাইন গ্রামে এক সম্ব্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।