তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা সরকারী হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে সোমবার দুপুরে অভিযান চালায় প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানে পাঁচ জন দালালকে আটকের পর প্রত্যেককে ১,০০০ – টাকা করে মোট ৫,০০০ – টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। হোমনা সরকারী হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগীদের হয়রানি ও জিম্মি করে টাকা আদায়, চিকিৎসা সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল একটি সংঘবদ্ধ দালাল চক্র। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে অভিযান চালানো হয়।