Dhaka 12:30 pm, Saturday, 12 October 2024

হোমনার আসাদপুর বাজার আখ বিক্রির জন্য বিখ্যাত

Update Time : 03:11:59 pm, Wednesday, 17 August 2016
তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনা উপজেলায় মধ্য অন্যতম ব্যস্তময় বাজার হলো ঐতিহ্যবাহী আসাদপুর বাজার।

হোমনা উপজেলা সহ অন্যান্য উপজেলা বিভিন্ন গ্রামের আখ চাষীরা সকাল থেকে ট্রলারে, ভ্যানে, নসিমন, করিমন, পিকআপ ভ্যান দিয়ে প্রতি বুধবার নানান প্রজাতের আখ নিয়ে আসে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত ।

কারন হোমনা উপজেলার অন্যান্য বাজার থেকে সবচেয়ে বেশি রের্কড সংখ্যক আখ বিক্রি হয়ে থাকে ঐতিহ্যবাহী অাসাদপুর বাজারে। এই বাজার থেকে সবচেয়ে কম দামে আখ ক্রয় করার জন্য উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ক্রেতারদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। এছাড়াও বিক্রেতারা তাদের আনায়নকৃত আখ বিক্রি করে হাসি মুখে বাড়িতে ফিরে যায়। উল্লেখ্য ৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ টাকার মধ্যে ভালো মানের আখ পাওয়া যায় এই বাজারে। কয়েকজন বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে এই বাজারে খুচরার বিক্রয়ের পাশাপাশি পাইকারি ধরেও আখ বিক্রি করা হয়। সবচেয়ে কম দামে আখ বিক্রি করা হয় যখন প্রকৃতিতে সন্ধ্যা নেমে আসে তখন এক আটি আখ ক্রয় করা যায় ৫০ থেকে ১০০ টাকার মধ্যে।

আখ ক্রয়কৃত কয়েকজন দূরের ক্রেতার সাথেও কথা বলে জানা গেছে তারা সবচেয়ে কম দামে আখ ক্রয় করতে পেরে খুব আনন্দিত বোধ করে প্রতি বুধবার।

বাজার কমিটির সভাপতির সাথে কথা বলে জানা যায় এই ঐতিহ্য ধরে রাখার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে যাচ্ছে।