বেলাল উদ্দিন আহাম্মদ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কবি তীর্থ দৌলতপুর গ্রামের নজরুল মঞ্চে কবির ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নার্গিস বনে নজরুল ম্যুরাল এর ভিক্তি প্রস্থর স্থাপন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও ম্যুরাল এর ভিক্তি প্রস্তর স্থাপন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু।
আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, সহকারী কমিশনার ভূমি রাশিদা আক্তার, নজরুল গবেষক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্রাচ্যার্য্য, বাঙ্গরা ইউপি চেয়ারম্যান হাজী আবদুল মান্নান, বাবলু আলী খান, হুমায়ন কবির প্রমুখ। পরে নজরুল-নার্গিস সংগীত একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।